বন্যায় ডুবেছে ঘর,মাথার উপর ছাদ হারলেও পেটের খিদে মিটবে কিভাবে? বন্যায় সব হারানো মানুষ গুলোর দাবি একটু খাবার একটু পানীয় জল।খাবার তো দূর সামান্য পানীয় জল টুকুও মেলেনি খানাকুলের বানভাসি মানুষ গুলোর এমনই অভিযোগ খানাকুলের গোপাল নগরের বাসিন্দাদের। না খেয়েই দিন কাটছে অনেকের।নেই পর্যাপ্ত ত্রানের ব্যবস্থা, নেই জল, এমনকি মেলেনি ত্রিপল।এমন অবস্থায় সরকারি সাহায্য না পেয়ে ব্যাপক বিক্ষোভ দেখালেন খানাকুলের গোপাল নগরের বহু বানভাসি মানুষ। আরামবাগ-খানাকুল রোডে কেউ শুয়ে,কেউ বা বসে পথ অবরোধ কোরে ব্যাপক বিক্ষোভ দেখান তারা।বিক্ষোভ চলাকালীন আটকে পরে বহু যান বহনের সাথ পুলিশের জাল গাড়িও। পথ অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।