সোমবার দুপুরে দুর্গাপুর জাতীয় সড়ক ধরে বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বর্ধমান যাওয়ার পথে সিঙ্গুরের রতনপুরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন রাজ্যের কৃষিজ বিপণন ও পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
দলীয় কর্মী সমর্থকরাও রাস্তায় দাঁড়িয়ে দলীয় পতাকা নিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
জেলার বন্যা পরিস্থিতি দিকে নজর রাখার পাশাপাশি ত্রান ও অন্যান্য সুযোগ সুবিধা যাতে দুর্গত মানুষের কাছে ঠিকঠাক পৌঁছায় সেই নিয়ে মন্ত্রীকে কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না।