বন্যা কবলিত এলাকায় নষ্ট সমস্ত সবজি ক্ষেত, হুগলি জেলা সহ কলকাতা ও হাওড়ার সবজি মার্কেটে যোগান দিতে পারবেন না বন্যা কবলিত এলাকার কৃষকরা।যার জেরে পূজার আগে থেকে চড়বে সবজির দাম।
ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি জেলা।একদিকে যেমন জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ অন্যদিকে কৃষি জমি প্লাবিত হওয়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে দামোদর নদ সংলগ্ন এলাকায় চাষীরা।বিশেষ করে বর্ধমানের জামালপুর, হুগলির ধনিয়াখালী,তারকেশ্বর,জাঙ্গিপাড়া হাওড়ার উদয়নারায়ন পুর এলাকার হাজার হাজার বিঘা জমিতে নষ্ট হয়েছে ফসল।
হুগলি জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে হুগলি জেলায় জলমগ্ন হয়েছিল প্রায় আট হাজার হেক্টর ধান জমি এবং দু থেকে আড়াই হাজার হেক্টর সবজি ক্ষেত।
ইতি মধ্যেই প্লাবিত কৃষি জমি থেকে নেমেছে বন্যার জল।জল নেমে গেলেও নষ্ট হয়ে গেছে সমস্ত সবজির খেত।
ধনিয়াখালী,তারকেশ্বর,জাঙ্গিপাড়া দামোদর নদ সংলগ্ন কৃষি জমিতে চাষ হয় বরবটি, ফুলকপি,বেগুন পটল,শসা সহ আরো অন্যান্ন সবজি।সেই সব সবজি ক্ষেতের ফসল একবারে নষ্ট হয়ে যাওয়ার ফলে আগামী দু তিন মাস পাইকারি সবজি বাজারে সবজির যোগান দিতে পারবেন না এই এলাকার কৃষকরা ফলে পাইকারি বাজারে সবজির যোগান না গেলে সবজির দাম হবে আকাশ ছোঁয়া এমন টাই দাবি কৃষকদের।
অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন ক্ষতি গ্রস্ত চাষীদের ক্ষতি পূরণের ব্যবস্থা করা হবে।চাষীদের দাবি সবজি চাষের ক্ষেত্রে কোনো শস্য বীমা হয়না তাহলে তারা কিভাবে পাবেন ক্ষতি পূরণ প্রশ্ন সবজি চাষীদের।
তাদের দাবি বন্যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ার কারণে সামনেই দুর্গাউৎসবের আনন্দ একবারে মাটি হয়ে গেলে।সরকার যেন তাদের পাশে দাঁড়ায় কাতর আবেদন সবজি চাষীদের।