অভিযুক্ত শিক্ষক কে সোমবার আদালতে পেশ করে পুলিশ।
স্কুলের তরফ থেকে জানা গেছে গত বৃহস্পতিবার ক্লাস চলাকালীন সপ্তম শ্রেণীর ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার মৌলানির গোলিন্দ্র নাথ হাই স্কুলের এক পার্শ শিক্ষকের বিরুদ্ধে।
ছাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরই স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়।এর পরই অভিযুক্ত পার্শ শিক্ষক কে গ্রেপ্তার করে পুলিশ।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগে গত বৃহস্পতিবার স্কুলের এক পার্শ শিক্ষক ক্লাস চলাকালীন সপ্তম শ্রেণীর কয়েক জন ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন।ওই দিন স্কুলের প্রধান শিক্ষক অনুপস্থিত থাকার কারনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।পরে স্কুলের প্রধান শিক্ষক ঘটনার বিস্তারিত জানিয়ে ছাত্রিদের থেকে স্কুল কর্তৃপক্ষ কে লিখিত অভিযোগ জমা করতে বলেন।সপ্তম শ্রেণীর মোট ৩৮ জন ছাত্রী লিখিত অভিযোগ জমা করে প্রধান শিক্ষকের কাছে।পার্শ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ তাদের পরিহিত পোশাক নিজের হাত মুখ মোছার জন্য ব্যবহার করেন ওই পার্শ শিক্ষক এবং নিজের মোবাইলে ছাত্রিদের ভিডিও তোলেন।
ছাত্রিদের লিখিত অভিযোগ পাওয়ার পর ওই পার্শ শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ।সোমবার ধৃত পার্শ শিক্ষক কে আদালতে পেশ করে পুলিশ।