অত্যাধুনিক আগেনাস্ত্র সহ উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ঘর ভাঙ্গার যন্ত্রপাতি।
বুধবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ পায়রা ব্রিজের কাছে তিন দুষ্কৃতিকে আটক করে। আটক করা ব্যক্তিদের একজনের বাড়ি দাদপুর থানা এলাকায় একজনের বাড়ি পোলবা এবং একজন পান্ডুয়া থানার।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ , একটি ভোজালি, শাবল বাজেয়াপ্ত করে পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটর সাইকেলও বাজেয়াপ্ত করে পুলিশ।পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে পান্ডুয়া সহ হুগলি জেলার আরো অন্যান্য থানা এলাকায় চুরি ডাকাতির অভিযোগ রয়েছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। ধৃত তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজ করে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।