সোমবার বিকালে চুঁচুড়া-তারকেশ্বর রোডের ধনিয়াখালির নেলোর পাড় গ্রামে একটি প্রাইভেট যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় প্রায় ১৫ জন যাত্রী আহত হন।পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের তৎক্ষণাৎ ধনিয়াখালি গ্রামীন হাসপাতালে নিয়ে যায় এবং আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে সোমবার বিকালে তারকেশ্বর থেকে চুঁচরা যাওয়ার সময় ধনিয়াখালির নেলোর পাড় গ্রামে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়।বসে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী ছিলেন।দুর্ঘটনার পরই প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান।পরে পুলিশ খবর পেয়ে দুর্ঘটনা স্থলে এসে স্থানীদের সহযোগিতায় আহতদের ধনিয়াখালি হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ঘাতক বাসটি ও তার চালককে আটক করেছে। নির্দিষ্ট আইনে অভিযোগ দায়ের করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ধনিয়াখালী থানার পুলিশ।