পূর্ব বর্ধমানে কানলাতে নিজের বাড়ীতে ফিরে এমনই প্রতিক্রিয়া দিলেন নর্থ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু সায়নী দাস।
তিনি বলেন বিদেশের সংবাদ মাধ্যমে বাংলার এই খবর দেখে লজ্জিত হয়েছি ভয়ও পেয়েছি বিদেশি থাকার সময় এই খবর দেখে সমাজ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি।তিনি বলেন কলকাতা বিমান বন্দরে নেমেই “WE WANT JUSTICE” তিলোত্তমার বিচারের দাবিতে সরব হয়েছি।দাবি তুলেছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির।প্রথম ভারতীয় মহিলা হিসাবে নর্থ চ্যানেল জয় করেছিলেন সাঁতারু সায়নী দাস।
মহিলা সাঁতারু হিসাবে নিজের সাফল্যে খুশী হলেও আর জি কর ঘটনায় অসুখী সায়নী।তিনি আরো বলেন,বিগত ঘটনা গুলি নিয়ে নিরাপত্তার প্রশ্ন তো উঠছেই।তবে আশা করব সুরক্ষিত থাকব।