মন্ত্রীর নির্দেশে কানলা হাসপাতাল বেড়েছে সাপের উপদ্রপ, দিনের পর দিন আতঙ্কে কানলা হাসপাতালের চিকিৎস থেকে স্বাস্থ্য কর্মীরা।স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে শুনে সাপ মুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী স্বপন দেবনাথ।হাসপাতালে সাপ মুক্ত করতে কাজে লাগানো হবে সাপুরেদের জানান মন্ত্রী স্বপন দেবনাথ।
আর জি কর ঘটনার পর আতঙ্কে রয়েছেন কালনার বেহাল নার্সিং হোস্টেলের নার্সিং ষ্টাফ রা।দীর্ঘ দিন ধরেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের নার্সিং হোস্টেল বেহাল অবস্থা নার্সিং স্টাফ দের অভিযোগ, নেই কোনো নিরাপত্তা,ভেঙ্গে পড়ছে হোস্টেলের চাঙর।দরজা জানলা ভাঙা।উপদ্রপ বেড়েছে বিষধর সাপের এছাড়াও হাসপাতালে নেই নার্সদের চেঞ্জ রুম।সব মিলিয়ে পরিকাঠামোগত ও নিরাপত্তা হীনতায় কালনা হাসপাতালের নার্সরা।
শনিবার বিকালে কালনা হাসপাতালে পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলার সংসদ ডাক্তার শর্মিলা সরকার ও মন্ত্রী স্বপন দেবনাথ।তাঁদের সামনে পেয়ে সমস্ত অভিযোগ জানান নার্সরা।সব শুনে সাংসদ জানান,নার্সদের কথা দিয়েছি হাসপাতালের সংস্কার করা হবে।এছাড়াও হাসপাতালে চাহিদা মতো আরো সিসিটিভি ক্যামেরা লাগালোরর বিষয়টি দেখা হবে।
অন্য দিকে মন্ত্রী স্বপন দেবনাথ নার্সদের কাছে সাপের উপদ্রপ শুনে তিনি বলেন,নার্সদের কাছে শুনে সাপুরেদের ডেকে হাসপাতাল এলাকা সাপ মুক্ত করা হবে।