আর জি করের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে তবেই আগামী বছরে অনুদান নেওয়া হবে।
এবার শ্রীরামপুরের মহিলা মিলন চক্র পুজো কমিটি দুর্গা পুজোর সরকারী অনুদান প্রত্যাখ্যান করল।
কমিটির প্যাডে লিখে শ্রীরামপুর মহকুমা শাসক ও থানায় জানিয়ে দিয়েছে যে তারা এবার আর জি করের ঘটনার প্রতিবাদে দুর্গা পুজোর অনুদান নেবে না।চিকিৎসকের ধর্ষন ও নৃশংস হত্যার বিচার চান তারা।
বৈদ্যবাটি পুরসভার এক নম্বর ওয়ার্ড শ্রীরামপুর নগার মোর এলাকার এই
পুজো কমিটির সভাপতি তপতী মুখোপাধ্যায় বলেন,আমরা মায়ের জাত আমাদের কাছে মেয়ের সুরক্ষা সব থেকে আগে।আমরা মনে করি হাসপাতাল হল সব থেকে সেফ জায়গা।আর সেই হাসপাতালেই যদি এই ধরনের নারকীয় ঘটনা হয় একজন মহিলা চিকিৎসকের সঙ্গে তার প্রতিবাদ করতেই হয়।আমরা সরকারের দেওয়া অনুদান এ বছর নিচ্ছি না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় কিনা দেখি।তবে ভাববো আগামীবার অনুদান নেব কিনা।
পুজো কমিটির সদস্য মহালক্ষ্মী মুখোপাধ্যায় বলেন,যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে আরজি করে আমরা মহিলারা তার প্রতিবাদ করবোই।সরকারি অনুদান চাই না আমরা চাই বিচার।
এর আগে হুগলির উত্তরপাড়ার তিনটি পূজা কমিটি কোন্নগরের একটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করে।।