হুগলি:রবিবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে মিলগেটে জরো হয়।ঘটনাস্থলে আসে বাঁশবেরিয়া মিল ফাঁড়ির পুলিশ।
শ্রমিকদের অভিযোগ এগ্রিমেন্ট মানছে না মিল কর্তৃপক্ষ। কম মেশিন চালিয়ে বেশি উৎপাদন দিতে বলছে।সব শ্রমিকদের কাজও দেওয়া হচ্ছে না।স্থায়ী শ্রমিকদের বসিয়ে ঠিকা শ্রমিকদের কাজে বহাল করা হচ্ছে।
এরই প্রতিবাদে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।গ্যাঞ্জেস জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেডে সকালের শিফটে সেলাই ঘরে কাজে ঢুকেও বেরিয়ে পরে শ্রমিকরা।আইএনটিটিইউসি পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়।
গ্যাঞ্জেস জুট প্রাইভেট লিমিটিডে শ্রমিকরা কাজেই যোগ দেয়নি।
মিল কর্তৃপক্ষ জানিয়েছে ৮-১০ জন শ্রমিকের জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।শ্রমিকদের সাড়ে সাত ঘন্টা কাজ করতে বলা হয়েছে আধ ঘন্টার টিফিন।সেটা তারা মানতে চাইছে না।