হুগলি:১ লা সেপ্টেম্বর রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস।সারা বছর পুলিশ কর্মিরা যে কাজ করেন তাদের ভালো কাজের জন্য সম্মান জানানো হয় এদিন।
চন্দননগর পুলিশ হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে পালিত হল পুলিশ দিবস।পুলিশ কমিশনার অমিত পি জাভালগি কমিশনার অফিসের সামনেট মাঠে পতাকা উত্তোলন করেন।পুলিশ কর্মিদের অভিবাদন গ্রহন করেন।এরপর ভালো কাজের জন্য চন্দননগর পুলিশের কয়েকজন কর্মিকে সম্মান জানিয়ে পুরষ্কৃত করেন কমিশনার।
কমিশনার বলেন,মুখ্যমন্ত্রী পুলিশ কর্মিদের অবদানের জন্য তাদের সম্মান জানাতে এই দিবস ঘোষনা করেছিলেন।আমরা খুব খুশি উৎসবের মত পালন করছি আজকের দিন।যারা ভালো কাজ করছে তাদের সম্মান জানানো হল।পুলিশ পরিবারে পক্ষ থেকে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় যারা থাকেন তাদের বলতে চাই,আপনাদের সেবার জন্য কর্মরত আছি আপনাদের সেবাই আমাদের মূল উদ্দেশ্য।আর তার ফলে যে ভালোবাসা আমরা পাই এটাই সবথেকে বড় পাওনা।আমি সবার মঙ্গল কামনা করছি।।