তাড়াপীঠ:আগামী কাল সোমবার কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যায় বীরভূমের তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসে কৌশিকি অমাবস্যায় তারাপীঠের হোম যজ্ঞ করে থাকেন।
কৌশিকী অমাবস্যা যাতে কোনোরকম বিশৃঙ্খলর সৃষ্টি না হয় তার জন্য বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
নজরদারি ও নিরাপত্তার পাশাপাশি কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় এবং কি কি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে তা শনিবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়।
বীরভূম জেলা পুলিশ সুপার জানিয়েছেন নিরাপত্তার জন্য ১০০০ পুলিশকর্মী মোতায়ন করা হচ্ছে, থাওবেন ৩০০ জন পুলিশ অফিসার,পাশাপাশি ১৭০০ সিভিক ভলেন্টিয়ার কাজে লাগানো হবে নিরাপত্তা সুনিশ্চিত করতে।অন্যদিকে কড়া নজরদারি চালাতে ২০০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তারাপীঠ এলাকা জুড়ে এছাড়াও ড্রোন ক্যামেরা ব্যবহার করেও চালানো হবে নজরদারি গোটা তারাপীঠ জুড়েম তারাপীঠে নদীর ধারে বিভিন্ন ঘাটে বিশেষ নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং বিশেষ ভাবে মোতায়েন থাকবে এন্টি ক্রাইম ব্রাঞ্চ সঙ্গে থাকবে ট্রাফিক ম্যানেজমেন্ট।এছাড়াও তারাপীঠ এলাকা জুড়ে দশটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। বীরভূম জেলা পুলিশের কন্ট্রোল রুম নাম্বার দেওয়া থাকছে যে কোনো রকম ঘটনা ঘটলে সেই নাম্বারে যোগাযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে তৎক্ষণাৎ।এমনটাই জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি।