রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ শেওড়াফুলির ৪ নম্বর রেল গেটে আটকে পরে একটি বালি বোঝাই লড়ি যার জেরে হাওড়া- তারকেশ্বর শাখার শেওড়াফুলি থেকে আরামবাগ লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।প্রায় এক ঘন্টা পর বলি বোঝাই লড়িটিকে সরানো হয় রেল গেট থেকে তার পরই শুরু হয় ট্রেন চলাচল।শেওরাফুলি- তারকেশ্বর লাইনে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পযন্ত প্রায় এক ঘন্টা বন্ধ ছিল আপ ও ডাউন ট্রেন চলাচল।রেলের তরফ থেকে বিভিন্ন স্টেশনে মাইকিং করে জানিয়েও দেওয়া হয় রেল যাত্রীদের।
সকাল সাড়ে সাতটার পর ট্রেন চলাচল শুরু হলেও ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগে আরো কয়েক ঘন্টা।