মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর রেলগেট সংলগ্ন এলাকায় ব্যস্ততম বাজার,আর সে ভরা বাজারের মধ্যে হটাৎ ই এক ব্যক্তিকে ছুরি চালিয়ে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনাটি রবিবার রাত ঠিক পৌনে নটা নাগাদ।
পুলিস সুত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সেনারুল শেখ(৫২)। বাড়ি ফরাক্কার খোদাবন্দপুর গ্রামে। খুনের ঘটনায় ইতিমধ্যেই ফারাক্কা থানার পুলিশ অভিযুক্তক যুবককে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে ফরাক্কার অর্জুনপুর রেলগেট সংলগ্ন এলাকায় সেনারুল শেখ দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই এক যুবক তাকে ছুরি মারতে থাকে এলোপাথাড়ি ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সেনারুল।
ভরা বাজারে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিশ।
ছুরিকাহত ব্যক্তিকে স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।অভিযুক্ত যুবক কে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।