আর জি করের ঘটনা মাথায় রেখে সৈকত নগরী দিঘায় বিশেষ নজরদারি চালাবে জেলা পুলিশ।
পুজোর আগে দীঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে গুলিতে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। ইতি মধ্যেই একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার।
আর জি কর কাণ্ডের পর থেকেই মহিলাদের নিরাপত্তা একশো শতাংশ সুনিশ্চিত করতে ইতি মধ্যেই রাজ্যের জেলাগুলি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।বেশি করে কাজে লাগানো হচ্ছে মহিলা পুলিসের নজরদারি টিম ‘উইনার্স’কে।পুজোর মরশুমে বিশেষ করে দিঘা, তমলুক,হলদিয়াতে এই টিমকে বেশি করে সক্রিয় করা হচ্ছে। অন্যদিকে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির সৈকত এলাকায় উইনার্স টিম নিয়মিত বাইক নিয়ে পেট্রলিং করছে।তাঁদের সঙ্গে থাকছেন পুলিস আধিকারিকরাও। উইনার্স টিম এবং পুলিস আধিকারিকরা পর্যটন কেন্দ্রে আসা মহিলা সহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। মহিলারা বিপদে পড়লে কিংবা তাঁদের কাছ থেকে ইভটিজিং বা কোনও অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এলাকায় পুলিস কিয়স্কগুলিকে সক্রিয় করা হয়েছে। সেখানে পুলিস আধিকারিকদের হেল্পলাইন ফোন নম্বর দেওয়া হয়েছে। বিপদে পড়া মহিলা-পুরুষ যে কেউ তাতে ফোন করলে পুলিস দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।
পূর্ব মেদিনীপুর গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিস সুপার জানান পর্যটক তো বটেই এলাকার বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তাই নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুজো আসছে। প্রচুর পর্যটক দীঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে বেড়াতে আসবেন। সেকথা মাথায় রেখে বাড়তি পুলিস মোতায়েন করা হবে।