পুলিশ সূত্রে জানা গেছে,পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশি টহল চলছিল রবিবার রাতে।দেবানন্দপুর যাওয়ার রাস্তায় ব্যারাকপুর ব্রীজের কাছে গাড়ির আলোয় কয়েকজনকে দেখা যায় রাস্তার পাশে ঝোপে দাঁড়িয়ে থাকতে।পুলিশের গাড়ি দেখেই কয়েকজন পালিয়ে যায়।চার জনকে তাড়া করে ধরে ফেলে পুলিশ।ধৃতদের মধ্যে বিকি সিং রয়েছে বলে জানায় পুলিশ।তার
কোমরে একটি পাইপ গান গোঁজা ছিল। একটা কার্তুজও পাওয়া যায়।একটি শাবল,লোহার রড ও ভোজালি উদ্ধার হয় ধৃতদের কাছ থেকে।
বিকি সিং ছাড়াও ধৃত আরো তিনজন ভদ্রেশ্বরের দুষ্কৃতি।তাদের নাম ভারত পাঠক,সুরেশ সাউ ও শেখ সফিজুল।অপরাধ সংগঠিত করার জন্য অপেক্ষা করছিল বলে অনুমান পুলিশের।
বিকি চন্দননগরের কুখ্যাত দুষ্কৃতি কাশির এক সময়ের সঙ্গী ছিলো বলে জানা গেছে।সেই সঙ্গ ত্যাগ করে পরে নিজে গ্যাং তৈরী করে।বিভিন্ন থানায় একাধিক অপরাধের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আজ ধৃত চারজনকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।