জানা গেছে, শ্রীরামপুর স্টেশন সংলগ্ন কুমিরজলা রোডে মাছের আরতে রবিবার রাতে গনেশ পুজো উপলক্ষে বক্সে গান হচ্ছিল। কুমিরজলারই বাসিন্দা ওই মহিলার অভিযোগ রবিবার রাত সারে দশটা নাগাদ বৈদ্যবাটি থেকে মেয়েদের রাত দখল করে ফেরার সময় তিনি দেখেন শ্রীরামপুর স্টেশনের কাছে মাছের আরতের পাশে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান চলছে।তিনি প্রথমে মাইক আস্তে করতে বলেন কেউ না শোনায় যে শিল্পী গান করছিলেন তার থেকে মাইক্রোফোন নিয়ে অনুষ্ঠান বন্ধ করার কথা বলতে গেলে তাকে ঘিরে ধরে কয়েকজন বলে অভিযোগ। তার দাবি গায়ে হাত দেওয়া হয়,ধাক্কা মারা হয় বলে অভিযোগ। আরো অভিযোগ মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানি করা হয়।
ঘটনার সময় শ্রীরামপুর-উত্তর পাড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও শ্রীরামপুর মৎস্য আরতদার উন্নয়ন সমিতির সম্পাদক ইন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন বলে দাবি অভিযোগ কারণীর।তার বিরুদ্ধেও অভিযোগ করেন মহিলা।
রাতেই শ্রীরামপুর থানায় ফোন করে বিষয়টি জানান মহিলা।
মহিলা জানান তিনি পেশায় একজন আইনজীবী।সোমবার শ্রীরামপুর থানার অভিযোগ দায়ের করেছেন।
ইন্দ্রনাথ চক্রবর্তীর দাবী মিথ্যা অভিযোগ করছেন ওই মহিলা।প্রতি বছর মাছের আরতে গনেশ পুজো হয়।পুলিশ অনুমতি নিয়ে নানা অনুষ্ঠান হয়।রবিবার রাতে ফাংশন হচ্ছিল।শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন।এরকম কোনো ঘটনাই ঘটেনি।যিনি এই অভিযোগ করছেন সে আমার মেয়ের মত।আমরা আরতের সবাই ওকে বোন মনে করি। কেন এই অভিযোগ করছে আমার জানা নেই।
পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিশ।আরো জানা গেছে অভিযোগ পেয়ে পুলিশ এফআইআর দায়ের করেছে এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনা পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।