“বোনো ক্লাব” চালু করতে কেন্দ্রীয় সরকার দ্বারা নির্বাচিত হয়েছে হুগলি মহসীন ল’কলেজে।
সোমবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন হুগলি জেলা বিচারক শান্তনু ঝাঁ।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা বিচারক সংযুক্তা গাঙ্গুলী,জেলা পিপি শংকর গাঙ্গুলী।
জেলা বিচারক শান্তনু ঝাঁ বলেন,প্র বোনো ক্লাব হল অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণীর মানুষকে আইনি সহায়তা দেওয়া।আইনি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন স্তরে লালসা-সালসা রয়েছে।জেলা স্তরে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে।আমরা চেষ্টা করছি সেইসব মানুষের পাশে দাঁড়াতে।যাতে তাঁরা সুবিচার পান।হুগলি মহসিন কলেজে যে ল কলেজ রয়েছে সেটি ঐতিহ্যশালী।কেন্দ্রীয় সরকার দ্বারা নির্বাচিত হয়েছে বোনো ক্লাব করার জন্য।সেই ক্লাবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো।এখানে যারা আইনের ছাত্র তাদের শিক্ষকদের মাধ্যমে তাদের পরামর্শে চেষ্টা করবে যেভাবে পারা যায় সেই সব মানুষের আইনি লড়াইয়ের পথটাকে সুগম করে দেওয়া।যিনি বিচারপ্রার্থী তিনি যেন আদালত পর্যন্ত পৌঁছতে পারেন এবং তার যেন মনে না হয় অর্থনৈতিক দুর্বলতার কারনে তিনি সুবিচার পেতে প্রতিহত হচ্ছেন।সেটাই বড় প্রাপ্তি।
ল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শশীনাথ মন্ডল বলেন,কেন্দ্রের ন্যায় বন্ধুর অন্তর্গত এই প্রো বোনো ক্লাব।বিচার বিভাগ ও আইন ও বিচার মন্ত্রকের অধীন এই প্রো বোনো ক্লাব।এতে বিনা মূল্যে আইনি পরামর্শ দেওয়া হয়।
আদালতে আইনি সহায়তা নেওয়ার ব্যবস্থা চালু থাকলেও এই প্রো বোনো ক্লাবের সঙ্গে তার তফাত আছে।সেখানে সহায়তা পেতে গেলে একটি সরকারি পদ্ধতি মেনে করতে হয় তাতে সময় লাগে।প্রো বোনো ক্লাবে আইন পড়ুয়ারা মানুষের সমস্যা শুনে তাদের পরামর্শ দেবে যেখানে আমাদের আইনজীবী কাছে তাদের বোঝাবে।কোন মামলায় কোন আইনজীবী প্রয়োজন সেটা ব্যবস্থা করে দেবে।