হুগলি:CBI বিজেপির এজেন্ট। বিজেপি যা বলে সিবিআই তাই করে। যাকে গ্রেফতার করতে বলে তাকে গ্রেফতার করে। তাহলে এখনো কেন কাউকে গ্রেফতার করতে পারছে না বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন চন্ডিতলা থানার আর জি কর কান্ডে দ্রুত বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভ করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
অবস্থান বিক্ষোভ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আজকের অবস্থান বিক্ষোভ সিবিআই ও বিজেপি, সিপিএমের বিরুদ্ধে।
সাধরণ মানুষের প্রতিবাদ কে যারা রাজনৈতিক রং দিয়ে সেই প্রতিবাদ কে নষ্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা।
সাধরণ মানুষও বুঝতে পেরেছে রাজনৈতিক রঙ লেগেছে ,প্রতিযোগিতা করেছে বিজেপি, সিপিএম।
তিনি আরো বলেন সিবিআই স্পষ্ট করুক তদন্তে অগ্রগতি কতটা হয়েছে ?কেন বলবে না?কেন আমরা জানতে চাইব না? সিবিআই চিপ ঘন্টায় ঘন্টায় প্রেস কনফারেন্স করেন এ ক্ষেত্রে কেন করছেন না ?