সৌরভ গাঙ্গুলির পর এবার কি বেফাঁস মন্তব্য করলেন ডোনা গাঙ্গুলি?
সোমবার বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে একটি নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হন সৌরভ জায়া তথা ভারতীয় ওডিশি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলি।
আর জি কর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রেপ টেপ সব জায়গাতেই হয় কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে এটা একটা বিরাট ব্যাপার। আজকেও আমরা তাসের দেশ করছি এটাও একটা প্রতিবাদ। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে। এত দিন মনটা খুব দু:খিত ছিল এখন ভরা অডিটোরিয়াম দেখে মনটা খুব আনন্দিত। বর্ধমানে অনুষ্ঠান করতে এসে ভাল লাগলো বলে মন্তব্য করেন ডোনা গাঙ্গুলি।