অসুরদের দমন করতে যেমন মা দুর্গার আগমন হয়েছিল, ঠিক তেমনি মহিলা পুলিশ বাহিনী নেমেছেন অসুররূপী দুষ্ট ব্যক্তিদের অসৎ উদ্দেশ্যকে ভেঙে দিতে। রবিবার সন্ধ্যায় হরিপাল থানার মহিলা পুলিশ এবং Winners দল হরিপাল থানার অন্তর্গত উড়ে বাজার, গোপীনগর, খামারচণ্ডী, সিনেমাতলা, লোকোমঞ্চ পাড়া, বাসুদেবপুর, মশাইমোর, চৈতন্যপুর, শীতলতলা, পোদ্দারমোরে বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণ ও মহিলাদের নিরাপত্তা সম্পর্কে তাঁদের সাথে কথা বলেন।
স্থানীয় জনসাধারণও হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন। এছাড়াও থানার যোগাযোগ নম্বর সকলের সাথে শেয়ার করা হয়। এই কর্মসূচী আগামীীতেও চলবে। সবাইকে মহিলা পুলিশ বাহিনীর পক্ষ থেকে একটাই বার্তা, দুষ্ট মনোভাব সম্পন্ন মানুষজনকে আগাম সাবধান করতে হাজির মহিষাসুরমর্দিনী রূপে মহিলা পুলিশ বাহিনী।
অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর শ্রী সুদীপ্ত সাধুখাঁর উদ্যোগে সিঙ্গুর থানার মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে হুগলি জেলার উইনার্সের একটি টিম রবিবার সিঙ্গুর থানার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ও মহিলা পথচারীদের সাথে কথা বলেন। তাদের থেকে সমস্যার কথা শোনেন। যেকোনো সমস্যায় সিঙ্গুর থানায় যোগাযোগ করার কথাও বলেন এবং তাদেরকে সিঙ্গুর থানার ফোন নম্বর দেন। সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব ঘটনা বিহীন করার উদ্দেশ্যে এই প্রয়াস বলে দাবি হুগলি গ্রামীন পুলিশের যা আগামি দিনেও জারি থাকবে।