চলতি বছর আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে সাতশো, দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর কথা স্বীকার করল বাঁকুড়া মেডিক্যাল
পুজোর মুখে বাঁকুড়া জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী চলতি বছর এখনো পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন।গত ও চলতি সপ্তাহ মিলিয়ে ডেঙ্গিতে বাঁকুড়া জেলায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। দুজনের ক্ষেত্রেই ডেঙ্গিতে মৃত্যুর কথা কার্যত স্বীকার করে নিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
চলতি বছর বর্ষায় বাঁকুড়া জেলায় সেভাবে ডেঙ্গির প্রকোপ দেখা না গেলেও বর্ষা থামতেই জেলা জুড়ে থাবা বসাতে শুরু করে ডেঙ্গি। জেলার কমবেশি সব ব্লকেই একের পর এক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলতে শুরু করে। স্বাস্থ্য দফতর জানিয়েছে চলতি বছর জেলায় ৭৩৯ জনের শরীরে ডেঙ্গি সংক্রমণের নমুনা মিলেছে।জেলার মোট ২৭৬ জন ডেঙ্গি আক্রান্তর শরীরে ডেঙ্গি সক্রিয় অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। আক্রান্তদের একটা অংশকে ওন্দা সহ বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতাল ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করে চিকিৎসা করা হলেও রোগীদের একটা বড় অংশকে বাড়িতে রেখেই চিকিৎসা করা হচ্ছে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় গত সপ্তাহের শনিবার ও চলতি সপ্তাহের সোমবার দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। ডেঙ্গিতে ওই দুই ব্যক্তির মৃত্যুর কথা স্বীকারও করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদের একজনের বাড়ি ইন্দপুর ও অপর জনের বাড়ি ওন্দা ব্লক এলাকায় বলে জানা গেছে।
ওন্দায় ডেঙ্গি ভয়াবহ আকার নিতে থাকায় শিবির করে রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গি নিয়ন্ত্রণে আনতে জেলা জুড়ে চলছে সচেতনতা প্রচারও।