হুগলি:শুরুটা হলো হুগলির জাঙ্গিপাড়া থানাথেকেই, এলাকার ক্লাব গুলির হাতে তুলে দেওয়া হলো পরিবেশ বান্ধব বাদ্যযন্ত্র।
পুলিশের এই উদ্দ্যোগ কে সাধুবাদ জানালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন হুগলি গ্রামীণ পুলিশের উদ্দ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো পুলিশ দিবস।
এদিন জাঙ্গিপাড়া থানার সহযোগিতায় জাঙ্গিপাড়া ডি এন হাই স্কুলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী, ডি এম মুক্তা অর্য,হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশীষ সেন সহ জেলার একাধিক পুলিশ কর্তা ও একাধিক ব্লকের বিধায়করা।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজ অঙ্গীকার করেন সমাজে অসুর নামক ডিজে ও নিষিদ্ধ শব্দবাজিকে সমাজ থেকে একেবারে নির্মূল করার অঙ্গীকার বদ্ধ হলো পুলিশ।অনিল রাজ বলেন এই অভিযান জাঙ্গিপাড়া থানার উদ্দ্যোগে বিগত কয়েক বছর ধরে ডিজে ও সব্দবাজি নির্মূল করার প্রয়াস শুরু করা হয়।আজ পুলিশ দিবসে শপথ নেওয়া হলো গোটা রাজ্য থেকে ডিজে ও নিষিদ্ধ শব্দবাজি নির্মূল করা হবে যা জাঙ্গিপাড়া থানা পথ দেখালো।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জাঙ্গিপাড়া থানার পুলিশ কে সাধুবাদ জানাই এই উদ্দ্যোগে নেওয়ার জন্য আগামী দিনে এই মডেল গোটা বাংলায় ছড়িয়ে পড়বে।তবে শব্দ দূষণ একটা বড় বাধ্যি,এর জন্য আমরাই দায়ী ।এর জন্য আমাদের ও সচেতন হতে হবে।