মুর্শিদাবাদ-বাড়ির পাশ থেকেই যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উঠছে একাধিক প্রশ্ন ? খুন নাকি দূর্ঘটনা!
শনিবার রাত্রি ৯ টা নাগাদ জলঙ্গি থানার কাটাদাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মৃতের নাম মনিরুল ইসলাম(২১)।
জানা গিয়েছে, শনিবার রাত ৮ টা নাগাদ বাড়ি থেকে প্রতিদিনের মতোই স্বাভাবিক ভাবে হাতে টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন মনিরুল।
অন্যদিকে মনিরুলের বাড়ির পাশেই একটি নির্ময়মান ভবন পরিদর্শনে আসেন বাড়ির মালিক ও তার স্ত্রী। ঘটনা স্থলে এসে দেখতে পান টর্চ লাইট জ্বলছে এবং মুখ থুবড়ে পড়ে রয়েছে এক যুবক। ঘটনা জানাজানি হতেই হইচই পরে যায় এলাকায়।ঘটনা স্থলে জড়ো হন স্থানীয়রা।খবর দেওয়া হয় পুলিশে। প্রথমে পুলিশ দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে যুবকের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা!নিছক কোনো দুর্ঘটনা নাকি অন্যকিছু ।পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।