ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজ্যবাসী। কড়া রৌদ্রের প্রভাবে অতিষ্ট হয়ে উঠেছে স্বাভাবিক জন জীবন। ভাদ্রের ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর।এরই মধ্যে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।
বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম,বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ নদিয়া,হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়িতেও।মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে।