রবিবার সকালে মধ্য হাওড়ার দালাল পুকুর থেকে হাওড়া ময়দান পর্যন্ত আর জি কর কাণ্ডের বিচার চেয়ে মিছিল করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ওই মিছিলে অংশগ্রহণ করেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ প্রশান্ত মুখোপাধ্যায় এবং হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।
মন্ত্রী অরূপ রায় বলেন আরজি কর কান্ডের বিচার চেয়ে মা বোনেদের আন্দোলনকে তারা সমর্থন করেন। তবে যেভাবে কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তারা তার বিরোধিতা করছেন। তারাও চান সিবিআই এই মামলার দ্রুত তদন্ত করে কোর্টের কাছে প্রমাণ তুলে দিক। অপরাধীদের ফাঁসি হোক। আর এই দাবিতেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিন এই মিছিলে স্থানীয় মহিলারা ছাড়াও বিভিন্ন ক্যারাটে স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।