অঝোরে বৃষ্টি চন্ডীতলায় ভেঙে পড়ল তোরণ। রাস্তায় ভারি যান চলাচল বন্ধ।
আজ দুপুর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় হুগলির বিভিন্ন প্রান্তে।চন্ডীলতা বাজারে তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের একটি তোরণ করা ছিল।সেই তোরণ হঠাৎ ভেঙে পরে।ডানকুনি চাঁপাডাঙা অহল্যাবাই রোড অবরুদ্ধ হয়ে পরে।যান চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষন।